আলেমদের ঐক্য না হলে জাতি বিভ্রান্ত হবে

আলেমদের ঐক্য না হলে জাতি বিভ্রান্ত হবে

আলেমদের ঐক্য না হলে জাতি বিভ্রান্ত হবে। জনগণের দীনি জ্ঞান ও নৈতিক মান উন্নয়নে মতবিরোধ সত্ত্বেও আলেমদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের উপর আজ ঢাকায় বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুস শহীদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে আলোচনায় অংশ নেন:

অধ্যাপক মাওলানা আনম রশীদ আহমাদ, মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, ডক্টর মাওলানা শাকের হোসাইন, মাওলানা মোশাররফ হোসাইন, খতিব মাও.নাসির উদ্দিন হেলালী, শেখ আবুল কালাম আজাদ আযহারী, মাওলানা ইব্রাহিম খলিল আযহারী, মাওলানা জামাল উদ্দিন আযহারী, মাওলানা হারুনুর রশিদ আযহারী প্রমুখ। উপস্থিত ছিলেন শতাধিক আলেম ও জেনারেল স্কলার।

আলোচকগণ সমসাময়িক বিভিন্ন বিভিন্ন মত ও পথের আলেমদের ঐক্যের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন

Share this post