সরবরাহ খরচ যুক্ত হবে।
১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
২। “পেমেন্ট” সিলেক্ট করুন
৩। আপনি যে মার্চেন্টকে পেমেন্ট করতে চান তার মার্চেন্ট বিকাশ একাউন্ট নাম্বার দিন
৪। আপনি যে পরিমাণ টাকা পেমেন্ট করতে চান তার পরিমাণ লিখুন
৫। আপনার কেনাকাটার একটি তথ্যসূত্র দিন (আপনি আপনার লেনদেনের উদ্দেশ্য একটি শব্দের মধ্যে উল্লেখ করতে পারেন, উদাহরণস্বরূপ, কুরআন)
৬। কাউন্টার নাম্বারটি লিখুন ০
৭। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।