৪র্থ কুরআন কুইজ প্রতিযোগিতা ২০২০
পরীক্ষা নির্দেশিকা
—————————
১. পরীক্ষা হবে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে।
২. পরীক্ষা হবে তিন গ্রুপে:
ক- গ্রুপ: প্রথম থেকে এইচ এস সি/ আলিম পর্যন্ত ছাত্র-ছাত্রী।
খ- গ্রুপ: অনার্স, মাস্টার্স, এম ফিল, পি এইচ ডি স্টুডেন্টস।
গ- গ্রুপ: ছাত্র-ছাত্রী নন এমন সবাই।
৩. পাঠ্য বিষয়: ১৫ মে ২০২০ তারিখের মধ্যে সম্পূর্ণ কুরআনের অর্থ / অনুবাদ পড়ে শেষ করতে হবে।
* সহায়ক অনুবাদ গ্রন্থ: আল কুরআন সহজ বাংলা অনুবাদ,
বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি,
অথবা কুরআন মজিদের যে কোনো অনুবাদ গ্রন্থ।
৪. পরীক্ষার তারিখ: ১৬ মে শনিবার ২০২০।
৫. পরীক্ষার সময় ও নিয়মাবলী বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির ওয়েবসাইট https://www.bqss.org ও ফেইসবুক পেইজে ১০ মে ২০২০ তারিখে প্রকাশ করা হবে।
আকর্ষণীয় পুরস্কার
————————–
* ১ম পুরস্কার: নগদ ২০০০ টাকা ও ১০০০ টাকার বই।
* ২য় পুরস্কার: নগদ ১৫০০ টাকা ও ৭০০ টাকার বই।
* ৩য় পুরস্কার: নগদ ১০০০ টাকা ও ৫০০ টাকার বই।
* বিশেষ পুরস্কার প্রতি গ্রুপে ১০টি করে মোট ৩০টি।
এছাড়া অংশগ্রহনকারী প্রত্যেককে ১টি করে কুরআন সংক্রান্ত বই উপহার দেয়া হবে।
